গল্প ১ – বিভেদ
কানে বাজবে রবীন্দ্রনাথের হৃদয় শান্ত করে দেয়া কোন এক প্রেমের গান, হাতে জীবনানন্দের কোন এক কবিতার বই, আর মাথার মাঝে তীব্র ঘোর হয়ে থাকবে তুমি, ভূবন ভুলে ঘোর অনুভব করে যাব।
অথচ কানে বাজে ট্যাফিক জ্যামের কটু শব্দ, হাতে থাকে অফিস ব্যাগে ভারী ল্যাপটপ আর মাথায় ঘুরতে থাকে মাসের টার্গেট পূরণের ঘোর।
দুটোই ঘোর, দুটোই ভূবন ভুলিয়ে দেয়, অথচ দুই পথ চলায় আসমান সমান বিভেদ।