ওই দূরের কনক্রিটের শহরের ব্যস্ততারা আমাকে হাতছানি দিয়ে ডেকে চলে একটানা,
আমি চুপ চাপ বসে নরম ঘাসের বিছানায়, যে খানে সবুজেরা আমাকে ঘিরে রাখে, ফড়িংরা, পাখিরা উড়ে বেড়ায় চারপাশে, এদের ফেলে আমার তাই যাওয়া মানা।
জাগতিক সব বৈষ্যয়িক কর্ম, সাধনা, যুদ্ধ, ব্যাস্ততারা মূল্যহীন, তাতে নেই কোন অর্থ, নেই কোন মনোঃতৃপ্তি, নেই কোন শান্তি
আমি তাই পড়ে থাকি সবুজ ঘেরা প্রকৃতির মোহতে, সেখানে বসে অর্থহীনতার অর্থ খুজি
দূরের কনক্রিটের জঙ্গলে ডাহুক, ঘুঘু ডাকে না, শালিক দোয়েলেরা উড়ে বেড়ায় না, আকাশ ভেঙে বৃষ্টির ঢল নামে না,
নামলেও সেই স্বচ্ছ সাদা জল ড্রেনের জলে মিশে কালো হয়ে যায়
আর এই খানে আকাশ ভেঙে জল নেমে যায় একটানা, পাখিরা উড়োউড়ি করে, ঘাসের বনে ছোট ছোট প্রাণীরা দৌড়ে বেড়ায়, চিল, বাজ চড়ুই সবাই কেই দেখা যায়, তারা এখানে কেউ হারিয়ে যায় নায়।
ইট কাঠ পাথর সিমেন্ট এর ওই জগত আমাকে টানে না, কিন্ত যেতে বলে সেখানেই
আমি যেতে চাইনা, নিশ্চুপ এই আমি বেশ আছি সবুজের এখানেই।