আমি বারংবার একাকীত্ব কে স্পর্শ করতে চাই,
অনুভব করতে চাই তাকে প্রিয়তমা প্রেয়সীর মতো
তাকে আমি আগলে রাখতে চাই হৃদয়ের সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে
তাকে পেতে আমি ছেড়ে দেই আমার চারপাশের সব জগত সংসার।
সে আমাকে তবুও কেন বার বার একা রেখে দূরে যায়,
কেন যেন সকল কিছু ছেড়ে, প্রত্যাখ্যাত হৃদয় নিয়ে একাকীত্ব কেও আমি ধরে রাখতে পারি না।
সফেন সাগরের ঢেউয়ের মাঝে, নির্জন পর্বত চূড়াতে,
গভীর বনের সবুজে অথবা কৃষ্ণচূড়ার রক্তিম লাল ছায়ায়,
একা হয়ে ফিরে ফিরে তাকে আমি ছুতে যাই,
প্রতিবারই সে জনবিরল কোথাও এসে ফিরে ফিরে আমায় ছুয়ে চলে যায়।
আমি শুধু ঘুরে ঘুরে ফিরি আর খুজি, আর প্রার্থনা করি,
যে চলে গিয়েছে ছেড়ে কোন এক বৃষ্টি ভেজা দিনে, সে আর ফিরে না আসুক,
একাকিত্ব তুমি ফিরে এসে ছুয়ে দাও আমায়, আমি মিশে যাব তোমার কালো ছায়ায়।