সমগ্র সত্ত্বা জুড়ে হাহাকার বয়ে চলে,
বয়ে চলে গীষ্মের দাবদাহ।
অশান্তিরা উড়ে উড়ে বেড়ায়, প্রজাপতির মত এই ফুল থেকে ওই ফুলে উড়ে বেড়াবার মতো করে ছুয়ে দিয়ে আবার কোথায় যেন ফিকে হয়ে যায়।
চারপাশ ঘিরে পাপ, সেই পাপকে ঘিরে ধরে থাকে মহাপাপ,
পঙ্কিলতা কে অক্ষ মেনে পাপ, মহাপাপ ঘুরে চলে অবিরাম
ভালোবাসা নেই,মায়া নেই, নেই কোন শুদ্ধ বোধ,
অজস্র সব বেদনার উপখ্যান বুলেটের শেল হয়ে বিধে যায়, তারা তৈরী করে মানসিক ব্যাধি।
দেহের ব্যাথার উপশম আছে, হৃদয় জুড়ে যে ব্যাথা অনুভূত হয় তার উপশম কি?
কোন উপশম নেই, ধরনীর দিগন্ত থেকে বীলিন হয়ে যেতে হবে, হয়ে যেতে হবে পুরোপুরি উধাও,
ধূল পরিমাণ চিহ্ন রবে নাকো, রবে না কোন অস্তিত্ব। অসীম এর মাঝে বেধে ফেলে সীমা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবার মাঝেই মুক্তি নামক শান্তির বাস,
সেই বাসেতেই হোক নিবাস।