আকাশ জুড়ে মেঘ জমছে,
মেঘ জমেছে আমার মনে
তোমার মনে ঝকঝকে রোদ
আমায় নিয়ে তোমার অগুণতি অভিযোগ
একটু খানি জল গড়ালেই ভেসে যাবে সকল বিরোধ।
এখন আমি মেঘ জমাই,
সেই মেঘেতে বৃষ্টি হবে
জলের বানে ধ্বসে যাবে বাধার পাহাড়।
আবার তোমায় কাছে পাবো,
আলতো করে ছুয়ে দেব।
ঝিঝির ডাকে সন্ধ্যা হবে,
জোছনা মোদের ঘিরে নেবে।
সেই আলোতে আদ্র হবো
হাত ধরে মোরা আবার হাটবো।
অনন্তকালের সেই যাত্রায়
বিলীন হবো তোমার ছায়ায়।