সকাল সাড়ে আটটার দিকে তার সাথে আমার রাস্তায় দেখা। তিনি বেশ তাড়াহুড়ো করে হাটছেন। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। আমি তাকে পিছন থেকে ডাক দিলাম, আতকা ডাক শুনে তিনি দাড়ালেন। আমি বললাম -“কই যান ছুটির দিনে? আজকে শ্রমিক দিবসে সবই তো বন্ধ।”
উনি-” আর বন্ধ, আমাদের কোন অফ নাই, সব চলছে পুরোদমে।”
আমি-” আপনাদের কোম্পানি তে লেবার ল মেইনটেইন করে না নাকি?”
উনি- “শোনেন ভাই, আমাদের কোম্পানির মালিক বলেছেন কোম্পানি কে, ফ্যাক্টরি কে নিজের মনে করে কাজ করতে। যেহেতু নিজের মনে করে কাজ করতে বলেছে এর মানে আমরা আর ফ্যাক্টরির শ্রমিক বা কর্মকর্তা কর্মচারী থাকলাম না, আমরা মালিক ই হয়ে গেলাম এক হিসেবে। আর মে দিবস তো মালিকদের জন্য না তাই আমরা কাজ করছি, টাইমলি অফিস করছি।”
আমি তার এরূপ জবাবে বেশি কিছু বলতে পারলাম না। শুধু বললাম – “আপনারা তো চেল চেলায়া বেহেশতে যাবেন।”
দুনিয়ার মজদুর এক হও। এক হয়ে ধনী বেনিয়া শ্রেণিদের আরো ধনী কর। আমিন।