কবে কখন দেখা হয়েছিলো প্রথমবার, তা মনে নেই,
কে কার প্রথম ধরেছিলাম হাত, স্পর্শ করেছিলাম সেটাও গিয়েছি ভুলে।
কত শতবার দেখা হয়েছে দুজনের,
কত সহস্রবার বলেছি একে অপর কে ভালোবাসি,
দিঘির জলে পা ডুবিয়ে দুজনে বসে থেকেছি, ফড়িংয়েরা ছুয়ে উড়ে গেছে দূরে।
নক্ষত্রদের পতন হবে, দূর মহাকাশে পুড়ে তারা বিলীন হবে
অনন্ত অসীম সময়ের মতো তবুও তুমি আমি এক রয়ে যাবো ছিল এই কথা।
বর্ষার জলের প্লাবনের মতোই মায়ার প্লাবনে ভেসে বেড়াতাম দুজনে,
মৌসুম শেষ হলে পরে প্লাবনও শেষ হয়, মায়াও যে কমতে কমতে শুকিয়ে যায় তা আর জানে ক’জনে?
দেখা হবে না, কথা হবে না, মিল হবে না,
রবে শুধু বুক ভরা এক আসমান সমান আফসোস,
আধার একসময় মিলিয়ে যায়, ধুয়ে মুছে যায় সকল গ্লানি।
তুমি আমার কাছে স্মৃতি, না পাবার হাহাকারের ব্যাথা
তোমাকে ভুলে থাকা যাবেনা, মুছে ফেলা যাবেনা।