খোলা চুল, নীল শাড়ি, পায়ে নূপুর ফাকা পথ, চারপাশ ঘিরে থাকা শূভ্র সতেজ সবুজ বন,
আকাশ ভরা মেঘ, ভারী বর্ষণ আসন্ন
দূরে দাঁড়িয়ে আমি
তোমার আবছায়া দেখা যায়,
তুমি হাটছো আনমনা হয়ে
আমি দেখছি তন্ময় হয়ে।
বৃষ্টি নামল
শাড়িটা আলতো করে ধরে তুমি চলে গেলে বনের মাঝে কোন গাছের আড়ালে।
আমি এলোমেলো হেটে যাই, খুজছি তোমায়
জানি তোমাকে পাওয়া যাবেনা,
গভীর বনের আশ্রয় থেকে তুমি বেড়োবেনা।
তবুও আমি হাটি, চারপাশ দেখি, তোমাকে খুজি,
খুজতে ভালো লাগে, মনে মৃদু দোলা দেয় ভালবাসা,
হ্যা ভালবাসা, আবছায়া অবয়ব এর তোমাকে আমি ভালবাসি
বৃষ্টি থামে, সাদা হয়ে যায় আকাশ, বৃষ্টি ভীতু প্রাণীরা বের হয়ে আসে,
আমি তাদের মাঝে তোমাকে খুঁজি, পাইনা তোমাকে
কাকভেজা হয়ে আমার ঠাণ্ডাবোধ হয়, তবুও আমি থামিনা।
আমার চেতনা আমাকে চালিয়ে নেয় অবিরাম,
তোমাকে দেখার ব্যাকুলতা আমার ক্লান্তি ধুয়ে দেয়।
ভালোই লাগে আমার, জাগতিক মোহের মৃত্যু হয়
আমার স্বপ্নরা বেচে থাকে, সেই স্বপ্নগুলোর মাঝে তুমি থাক।
সেখানে আর কেউ নেই, শুধু আমি, তুমি তার ভেতরেই।
হয়ত দেখা হবে কোন এক বৃষ্টির দিনে এই পথেই
ভেজা নীল শাড়িতে তুমি হাটবে, কপাল বেয়ে গড়িয়ে পড়বে জল,
আহ! কি অসাধারন সুন্দর হবে দৃশ্যটা,
এই একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করা যায় হাজার বছর, মাস।