About Me

তুলা রাশির জাতক। জন্ম ৪ অক্টোবর, কুষ্টিয়াতে।

আসিফ আহম্মদ মাসুদ

সেখানের জিলা স্কুল, সরকারি কলেজ  থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক,  এরপর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেছেন। এরপর একটি বেসরকারী বিদ্যুত উতপাদন কেন্দ্রে শুরু করেন পেশাজীবন। তার শৈশব থেকেই গল্প উপন্যাস পড়ার তীব্র নেশা ছিল যা সময় গড়াবার সাথে সাথে আরো বেড়েছে। লেখালেখির শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট গল্প, কবিতা এবং পাশাপাশি  পড়ে ফেলা বিভিন্ন বইয়ের পাঠক মূল্যায়ন লেখার মধ্য দিয়ে। নিজের পেজে সেই লেখালেখি এখনো চলছে। লেখালেখিটা তার গভীর আসক্তির জায়গা।  জাগৃতি প্রকাশনী  থেকে ২০২২ অমর একুশে বই মেলায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস “সায়াহ্ন”। প্রকাশের পর যা সমাদৃত হয়েছে পাঠক মহলে। ২০২৩ বইমেলাতে অন্যধারা পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস “জল জোছনার দিন”। যা প্রকাশের পর পাঠক মহলে সাড়া ফেলার পাশাপাশি চিন্তার খোরাক জুগিয়েছে। তার লেখার প্রধান বৈশিষ্ট্য তিনি লেখেন খুব সহজ  সাবলীল বাংলায়, যেখানে প্রমিত বাংলার পাশাপাশি  নগর জীবনের কথ্য ভাষার প্রাধান্য থাকে। নিজের লেখাতে তিনি সব সময় তুলে ধরেন অতিসাধারণ সব মানুষদের, যাদের যাপিত জীবনের গল্প গুলো পড়লে মনে হবে “আরে এটা তো আমার জীবনেরই গল্প।” ২০২৪ বই মেলাতে প্রকাশিত হয় তার তৃতীয় উপন্যাস “সেই বসন্ত এই বসন্ত”। এই উপন্যাসটিও পাঠকমহলে সমাদৃত হয়। বর্তমানে একটি খ্যাতনামা বেসরকারী প্রতিষ্ঠানে “সিনিয়র ইঞ্জিনিয়ার” হিসেবে কর্মরত। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন লেখালেখি। চাকরি আর লেখালেখির মাঝে তার অবসর কাটে বই পড়ে আর দেশী- বিদেশী চলচ্চিত্র দেখে।

 

ADDRESS

Kushtia, Dhaka, Bangladesh

PHONE

Mobile: +880 1558 227603

EMAIL

contact@asifmasudwritings.com

TESTIMONIALS

Read Reviews by My Readers

Newsletter to get in touch

Join the community

1k

ACTIVE READERS

3

TOTAL BOOKS

220K

WORDS WRITTEN

3.3k

FACEBOOK FANS